
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি মরহুমা খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অবদানের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “মরহুমা খালেদা জিয়া দেশের রাজনীতিতে অত্যন্ত সাহসী ও প্রতিশ্রুতিবদ্ধ নেত্রী ছিলেন। তাঁর নেতৃত্ব দেশের জন্য অনন্য প্রেরণা। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং দেশের জন্য তাঁর স্বপ্ন বাস্তবায়নের ত্যাগ ও সংগ্রামকে স্মরণ করব।”
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বলেন, “খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও মানবিক কর্মকাণ্ড আমাদের কাছে চিরস্মরণীয়। আজকের সভা তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন।” যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষ প্রতীকের নেতা এম এ হাশেম রাজুও নিজের বক্তব্যে মরহুমার অবদান স্মরণ করেন এবং দোয়ার মাধ্যমে তাঁর আত্মার শান্তি কামনা করেন।
সভায় মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।