
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় যুগ্নসচিব সাব্বির ইকবাল লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লোহাগাড়া ট্রমা সেন্টার পরিদর্শন করেন।
১৪ জানুয়ারি, মঙ্গলবার চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাঁকে উষ্ণ অভ্যার্থনা জানান লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ইকবাল হোসাইন।
এসময় যুগ্নসচিব সাব্বির ইকবাল মহোদয় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবার বিষয়ে খোঁজখবর নেন। রোগীরা চিকিৎসা সেবার মান নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ, নার্স, স্বাস্থ্যকর্মীরা। যুগ্নসচিব মহোদয় সকল স্বাস্থ্যকর্মীকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।