
মোহাম্মদ জামিদুল ইসলাম
ভোর নামে শিশির জলে
শরীর যেন কাঁপে
কুয়াশা ঢাকা মাঠ ঘাটে
পাখিরা তব হাঁকে
সূর্যি মামা অলস হয়ে
উঠছে দেরিতে
আগুন পোহায় গরীব মানুষ
শীতের কাপুনিতে
খেজুর রসের মিষ্টি গন্ধে
গ্ৰাম যায় জুড়ে
পাখিরা ডাকে সুরে সুরে
হাল্কা মেঘের ভিড়ে
হিমেল হাওয়ায় নিরব ছোঁয়া
শীত বসন্ত হাসে
সকাল বেলার শিশির বিন্দু
শিউরে উঠে ঘাসে
কোকিল ডাকে কুহু কুহু
গাছের ডালে বসে
লাঙল জোয়াল নিয়ে চাষি
মাঠে যায় হেঁসে