
পারহান উদ্দিন, বিশেষ প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাহিত্য সংগঠন বিকল্প ভাবনার উদ্যোগে বিকল্প কনফারেন্স হলে মাসিক সাহিত্য আড্ডা ১২ জানুয়ারি ২০২৬ বিকেল ৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শিক্ষাবিদ ও নারীনেত্রী লুৎফুননাহার খুকুমণির সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় বিশিষ্ট কথাসাহিত্যিক ও কবি নুসরাত সুলতানার দ্বিতীয় উপন্যাস অনার্য বৃক্ষ যুগল এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সাহিত্যা আড্ডার দ্বিতীয় পর্বে বিকল্প ভাবনার উপদেষ্টা কৃষিবিদ, লেখক কবি রফিক চৌধুরীর জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়ে কেট কেটে জন্মদিন উদযাপন করা হয়। প্রথম পর্বে কবি নুসরাত সুলতানার উপন্যাস অনার্য বৃক্ষ যুগল নিয়ে আলোচনা করেন কবি, প্রাবন্ধিক, প্রকাশক লুৎফুল হোসেন, কথাসাহিত্যিক ও কবি রেদওয়ান খান,
কবি ও কথাসাহিত্যিক শাবানা ইসলাম বন্যা প্রমূখ।
সাহিত্য আড্ডায় লুৎফুল হোসেন বলেন- অনার্য বৃক্ষ যুগল উপন্যাসে লেখক গল্পের ছলে পঁচাত্তর বছরের ইতিহাস বিবৃত করেছেন। তবে তিনি বই প্রকাশের ক্ষেত্রে সাহিত্য সম্পাদনার ওপর জোর দেন।
আলোচনা সভায় রেদওয়ান খান বলেন মূল ইতিহাসের সাল, তারিখ দিন লেখক তুলে এনেছেন। এটি অবশ্যই তাঁর মুন্সিয়ানা। তবে এত ইতিহাস প্রয়োজন আছে কি না সেটা আলোচনা -সমালোচনার বিষয়। তবে বেশি ইতিহাসের জন্য অনেক সময় চরিত্রের দ্বন্দ্ব -সংঘাত বাঁধাগ্রস্ত হয়েছে।
সাহিত্য সমালোচনায় শাবানা ইসলাম বন্যা বলেন- এই উপন্যাস আমার অত্যন্ত ভালো লেগেছে। কারণ আমি নিজের বাবাকে এই উপন্যাসের মূল চরিত্র আরিফুলের সাথে রিলেট করতে পেরেছি। তাছাড়া লেখক যেভাবে ইতিহাস তুলে এনেছেন তাতে মনে হয় তিনি সেখানে ছিলেন। এটা অবশ্যই লেখকের মুন্সিয়ানা। মুক্তিযুদ্ধকে মনে-প্রাণে ধারণ না করলে এটা সম্ভব না।তাছাড়া বরিশালের আঞ্চলিক ভাষার ব্যবহার উপন্যাসটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।
তিনজন আলোচকই এই ব্যাপারে একমত হন যে- অনার্য বৃক্ষ যুগল ঐতিহাসিক – রাজনৈতিক সমাজ বাস্তবতার উপন্যাস। এবং এই উপন্যাসে লেখক বরিশালের আঞ্চলিক ভাষার সার্থক প্রয়োগ করেছেন।
উপস্থিত লেখক নুসরাত সুলতানা নিজস্ব অভিব্যক্তি তুলে ধরেন।আলোচকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত সাহিত্য অনুষ্ঠানে লেখক কবি শিল্পী উপস্থিতি সাহিত্য আড্ডাকে প্রাণবন্ত করে তোলে।
সাহিত্য আড্ডা ও শুভ জন্মদিনের উদ্বোধনীতে সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারের শিল্পী দেশবরেণ্য কন্ঠযোদ্ধা মনোয়ার হোসেন।
নিজের বর্ণিল জন্মদিনের আয়োজনে অনুভূতি ব্যক্ত করে শুভেচ্ছা জানান কবি কৃষিবিদ রফিক চৌধুরী। সাহিত্য আড্ডাকে আরো বেশি প্রানবন্ত করে তোলেন কবি ও প্রাবন্ধিক গিয়াসউদ্দিন চাষা, কবি ও গবেষক পারভেজ বাবুল,বিশিষ্ট রাজনৈতিক আমিনুল ইসলাম বাদশা,কবি ও অনুবাদক সালাহউদ্দিন আহমেদ, কথাসাহিত্যিক ইশরাত জাহান, দৈনিক নিরপেক্ষ এর যুগ্ম সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান, ড.শহীদ মঞ্জু, কবি মনির ইসলাম, কবি রীনা পন্ডিত, কবি রাকিব ফরায়েজি, সাংবাদিক সেলিম রেজা, পারহান উদ্দিন এবং আরও অনেকে।
গান-কবিতা এবং বই আলোচনায় অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকল্প ভাবনার নির্বাহী পরিচালক মো.মনিরুল ইসলাম (কবি সবুজ মনির)। উল্লেখ্য প্রতিমাসে বিকল্প ভাবনার উদ্যোগে এই সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হবে।