
আমার তোমাকে নিয়ে অনেক শখ, জানো তো
শখগুলো খুব আধুনিক নয়,
খুব সাধারণ, খুব পুরোনো দিনের
ঠিক যেন মায়ের শেখানো আদরের নিয়মের মতো।
ভোরে আলো ফোটার আগেই
আমি চাই তুমি আমাকে ডেকে তুলবে,
নরম গলায় বলবে, নামাজের সময় হয়েছে।
ঘুমজড়ানো চোখে আমি বিরক্ত হব,
তবু উঠে দাঁড়াব
কারণ তোমার ডাকে একরকম নিশ্চয়তা থাকে।
আমি বড্ড বোকা মানুষ,
কখন কী করতে হয়, মাঝেমধ্যে ভুলে যাই।
জীবন আমাকে সব সময় গুছিয়ে দেয় না,
মাথার ভেতর চিন্তারা এলোমেলো হয়ে যায়।
সেই সময় তুমি শুধু পাশে বসে
আঙুল দিয়ে ঠিক দিকটা দেখিয়ে দিও
জোর করে নয়,
রাগ করে নয়,
শুধু বলো, এটাই ঠিক, এভাবেই ভালো।
একজন মুসলমান হিসেবে
করণীয় আর বর্জনীয় যেন স্পষ্ট থাকে।
ইবাদতে যেন অলসতা না আসে,
হালাল আর হারামের সীমারেখা
জীবনের প্রতিটি সিদ্ধান্তে যেন জড়িয়ে থাকে
দেখানোর জন্য নয়,
আল্লাহর সন্তুষ্টির জন্য।
আমার শখ তুমি অনেক উঁচুতে ওঠো,
যেখানে দাঁড়িয়ে আমি তৃপ্তির ঢেকুর গিলি।
তোমার অর্জনে আমার বুক ভরে যায়।
কষ্ট, দুঃখ এগুলো আমার গলায় আটকায় না,
আমি নীরবে গিলে ফেলি
কারণ সব ব্যথা প্রকাশের জন্য নয়।
তোমার অভ্যাস, তোমার যাপিত জীবনের লাইন
আমি বদলাতে চাই না।
আমি শুধু চাই,
সবকিছু যেন ঠিক ট্র্যাকে থাকে,
ভুল বাঁকে হঠাৎ ছিটকে না পড়ে।
একজন মানুষ হিসেবে
তোমার ভেতরের মনুষ্যত্ব
কখনো যেন ক্ষয়ে না যায়।
ক্ষমতায় নয়, আচরণে
কথায় নয়, কাজে
তোমাকে যেন চেনা যায়
নম্রতা, ন্যায় আর সহমর্মিতায়।
তোমার রাজনীতি ভালো লাগে,
আমি জানি।
তোমার চোখে স্বপ্ন আছে,
কথা বলার সাহস আছে,
ভবিষ্যৎ বদলানোর ইচ্ছা আছে।
আমি সেটাকে ছোট করি না,
অবজ্ঞাও করি না।
কিন্তু আমি চাই,
এই দৌড়ের ভেতর তুমি নিজেকেও রাখো
নিজের শরীর, নিজের ক্লান্তি,
নিজের পরিবার, নিজের মানুষ।
কারণ দিনশেষে রাষ্ট্র নয়,
একটা মানুষই মানুষকে বাঁচিয়ে রাখে।
আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী।
রাজনীতি আমার অচেনা নয়
তত্ত্ব জানি, ধারণা জানি,
শক্তি আর ক্ষমতার ভাষা বুঝি।
কিন্তু বাংলাদেশের রাজনীতি
আমার মাথায় এলেই ভারী হয়ে যায়।
এখানে আদর্শ ক্লান্ত হয়ে পড়ে,
সততা একা দাঁড়িয়ে থাকে।
মানুষ হারিয়ে যায় স্লোগানের ভিড়ে।
এই রাজনীতি আমাকে ভয় দেখায়
কারণ এখানে মানুষ আগে নয়,
এখানে মানুষ প্রায়ই পরে।
তাই নতুন বছরে
এইটুকুই তোমার কাছে চাওয়া
নিজেকে সময় দাও,
নিজের ক্যারিয়ারটা আগে গুছিয়ে নাও,
মজবুত করে দাঁড়াও,
অতঃপর অন্য সবকিছু।
আমি চাই,
তুমি নিজের ভেতরের মানুষটাকে আগে বাঁচাও
ভোরের নামাজ,
পরিবারের হাসি,
নিজের জন্য কিছু নীরব সময়।
আমার শখ খুব বড় কিছু নয়।
আমি শুধু চাই,
ভিড়ের বাইরে দাঁড়িয়ে
তুমি আমাকে চিনে নাও।
আর আমি তোমার হাত ধরে বলি
এইটুকুই রাজনীতি, এইটুকুই জীবন।
আল্লাহ যেন সহায় হন
এই পুরো পথে।
ডিসেম্বরে, ইনশাআল্লাহ,
আমরা হিসাব মিলাব
কতটা পথ পেরোলাম,
আর কতটা ঠিক ট্র্যাকে থাকতে পারলাম।