
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:
সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার প্রমাণ না মিলায় তাঁর মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাঁধা থাকছে না কয়ছর এম আহমেদের।
আজ শনিবার ১৭ জানুয়ারি নির্ধারিত আপিল শুনানিতে এই ঘোষণা দেয় ইসি।
এর আগে গত ৩ জানুয়ারি সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে কয়ছর এম আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় কয়ছর এম আহমদের বিরুদ্ধে যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকার অভিযোগ তুলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেন ও জামায়াত মনোনিত প্রার্থী এডভোকেট ইয়াসিন খাঁন।
তবে যুক্তরাজ্যে নাগরিকত্ব থাকার অভিযোগ অস্বীকার করেন কয়ছর। যুক্তরাজ্যে কখনই নাগরিকত্ব নেননি বলে জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে তথ্য-প্রমাণসহ নির্বাচন কমিশনে সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগকারীদের আপিলের নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা।
নির্দেশনা অনুযায়ী কয়ছর এম আহমদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ তুলে ইসিতে পৃথকভাবে আপিল করেন আনোয়ার হোসেন ও ইয়াসিন খাঁন।
তবে গত বৃহস্পতিবার ও (শনিবার) ইসির শুনানিতে কয়ছর এম আহমদের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ না পাওয়ায় এ সংক্রান্ত আপিল দু’টি খারিজ করে ইসি।
এ বিষয়ে কয়ছর এম আহমদ বলেন মিথ্যা দিয়ে সত্যকে মোকাবিলা করা যায় না। অভিযোগকারীরা আমার বিরুদ্ধে দ্বৈত নাগরিকের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেন নি। তাই নির্বাচন কমিশন আমার মনোনয়ন বহাল রেখেছেন। সবার দোয়া ও সহযোগিতায় ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ।