
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী লুদরপুর দক্ষিণপাড়া জামে মসজিদে ১৬ জানুয়ারী ২০২৬ ইং শুক্রবার বা’দ জুমা ত্রৈমাসিক হিসাব প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লুদরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফজর আলীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভার শুরুতে মসজিদের বিগত তিন মাসের আয়- ব্যয়ের হিসাব প্রকাশ করেন কোষাধ্যক্ষ হাজী মোঃ নাজিম উদ্দিন।
লুদরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ সুন্দরভাবে পরিচালনা করায় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে অনুভুতি পেশ করেন কমিটির উপদেষ্টা সিদ্দিক আহমদ, হাজী মবশ্বির আলী, হাজী আব্দুল ওয়াদুদ দুলু, সহ সভাপতি মোঃ জঙ্গিনূর মিয়া, সহ সেক্রেটারী মাওলানা শিব্বির আহমদ, সহ কোষাধ্যক্ষ মাসুম আহমদ, সদস্য মাওলানা শফিক আহমদ, ওবায়দুল হক, জগন্নাথপুর সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী সদস্য মাওলানা হোসাইন আহমদ, আজকের জনকথা পত্রিকার বার্তা সম্পাদক ও সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসান, মোঃ ইমদাদুল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন লুদরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শামসুল ইসলাম, মুয়াজ্জিন মাওলানা আবুল কাশেম, মোঃ আব্দুর রব, সাজু মিয়া, মোছাদ্দিক আলী, মনির হোসেন, মোঃ রবিউল হক, নোমান আহমদ, আলী আহমদ, ইসলাম উদ্দিন, সাইদুল ইসলাম, এহসান আহমদ প্রমুখ।