
মো: লিটন হাসান জয়
তুমি যে আমার অনন্ত ভাবনা
তোমার পরশে জড়ালে আমায়,
মনের গহীনে থাকা ভালোবাসা
বাঁশির সুরের মতো বাজায়।
ওহে, আমার শখের নারী
তোমায় না দেখলে যে আমার,
হৃদয়ে অদ্ভুত শিহরণ ওঠে
যেন পৃথিবীটা হয়ে যায় অন্ধকার।
তোমার আঁচলে লুকিয়ে থাকা
নীল আকাশের মেঘলা ছায়া,
তোমার ঐ বাঁকা ঠোটের হাসিটা
এক পৃথিবীর মতো মায়া।
তুমি আসলে মনে হয়
বর্ষা কালের বন্যা,
মরুভূমির মতো নদীর বুকে
মিলিত হয়ে যায় সাগর
অতুলনীয় তুমি কন্যা।
ওহে আমার শখের নারী
তোমার ঐ চুলের ঘ্রাণে,
বসন্তের ফুল ফোটে
সুবাস ছড়িয়ে দেয় হৃদয়ে ক্ষণে।