
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালত অভিযোগ গঠন করে এ আদেশ দেন। মামলার অভিযোগপত্রে নাম থাকা আসামিদের মধ্যে ১৬ জন এখনো পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এদিন সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
মামলা সূত্র জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর পর চট্টগ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওইদিন সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। ঘটনার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
পুলিশ তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলাটির বিচার দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অপরদিকে আসামিপক্ষ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি নিচ্ছে বলে আদালত সূত্রে জানা গেছে।