
বিশেষ প্রতিনিধি:
দীর্ঘ ২০ দিন পবিত্র মক্কা- মদিনা নগরীতে মহান আল্লাহর ইবাদতের পর আজ দেশে ফিরছেন পালংখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধুরী।
তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্বস্ত্রীক গত ১ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন। তিনি ওমরাহ পালন মসজিদে নববীতে নামাজ আদায়, মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর রওজামুবারক জেয়ারত শেষে মক্কা মদিনা, জেদ্দা ও রিয়াদের প্রবাসীদের সম্বর্ধনায় যোগদান করেন।
তিনি মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর স্মৃতিবিজড়িত বিভিন্ন ঐতিহাসিক স্থান সফর ও ভ্রমণ শেষে আজ সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তিনি সৌদি আরব অবস্থানকালে রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরব প্রবাসীদের নানা সমস্যা ও দুঃখ গাথা শুনেন ও সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে জানান। বিশেষ করে সৌদি আরব অবস্থান করার সময়েও লেখনীর মাধ্যমে তিনি অনেক কিছু যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন।
তিনি আজকেই দুপুরে বিমানে করে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে ও বিকেলে নিজ জন্মস্থান উখিয়া পৌছবেন। পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরাতে তাঁকে ঢাকা, কক্সবাজার ও উখিয়া বরণের জন্য স্বজন এবং আমজনতা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।
পবিত্র ওমরাহ পালনের অন্যতম একটি অংশ হচ্ছে হুজুর পাক (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত ও নামাজ আদায়। গত ৯ জানুয়ারী ২০২৬ মদিনা মনোয়ারা মসজিদে নববীতে ফজরের নামাজ আদায়ান্তে হুজুর পাক (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত পূর্বক মক্কার উদ্দেশ্যে রওয়ানা করি। পবিত্র মদিনা মনোয়ারার শেষ দিনে বিশ্বের সকল মুসলিম উম্মা সহ সকল মানব জাতির জন্য দোয়া করি। বিশেষ করে রোহিঙ্গা মুসলিমের শান্তি ও তাদের স্ব-দেশে ফেরৎ যাওয়ার জন্য দোয়া করি। সে সাথে আগামী জাতিয় সংসদ নির্বাচনে জনগণ কোন চাঁদাবাজ ও মিথ্যা মামলা সৃজন কারীকে যেন ভোটে জয় না করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করি।
বিশেষভাবে উল্লেখ্য যে তিনি গত ১ লা জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পৌছলে সৌদি আরবের প্রবাসী স্বজনরা তাঁকে সংবর্ধনা প্রদান করেন। কক্সবাজার জেলার, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির মহাসচিব, আধিপাত্যবাদ বিরোধী জনতার মঞ্চ এর কো-চেয়ারম্যান ও বাংলাদেশ ইউয়িন পরিষদ ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বিশিষ্ঠ মানবাধিকারব্যক্ত্বি আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধুরী এলাকাবাসীর বিদায় নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র্র মক্কা গমন করেছিলেন বারবার নির্বাচিত জননন্দিত জনতার নেতা গভীর রাতে পবিত্র ওমরা পালনের জন্য স্ত্রী মিসেস জান্নাত আরা বেগম সহ জিদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর খবর পেয়ে উখিয়া এলাকার সৌদি প্রবাসী নারী/পুরুষ ফুলের শুভেচ্ছা জানাতে ছুটে যায় জিদ্দা বিমানবন্দরে। ব্যাপক সংবর্ধনার জবাবে আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধুরী বলেছিলেন সৌদি প্রবাসীদের অকৃত্তিম ভালবাসায় আমরন ঋণী হলাম।
শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মৌলভী মোহাম্মদ ইউছুপ, হাফেজ মাওলানা কবির আহম্মদ,আহম্মদ উল্লাহ, নুরুল আমিন,আবু তাহের, মোস্তাক, আমির হোসাইন,জসীম,গফুর উদ্দিন আব্বু, জিসান, হারুন রশিদ, আব্দুর রহিম,ইউনুচ,জাহেদুল ইসলাম জয়নাল আবেদীন,নুরুল আমিন সহ শত শত প্রবাসী রেমিট্যন্সযোদ্ধা।
শুভেচ্ছার জবাবে উপস্থিত প্রবাসীদের উদ্যেশ্যে আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধরী বলেছিলেন, সুদুর প্রবাসে এসেও মানুষের এই ভালবাসার প্রতিদান দেওয়ার মত সমর্থ আমার নাই।তবে আপ্রাণ চেষ্টা করব আ-জীবন গণ- মানুষের খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে। মহান আল্লাহ আমাকে যেন মানুষের কল্যাণের জন্য কবুল করেন।
মানবাধিকার ব্যক্তিত্ব এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, সৌদি আরবে কর্মরত প্রায় ৪০ লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। “সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে আইনি সুরক্ষার অভাবে নানা দুর্ভোগে পড়েন। প্রবাসীরা চাকরি পরিবর্তন, বেতন না পাওয়া বা নিয়োগকর্তার অন্যায় আচরণের বিরুদ্ধে আইনি সহায়তা পেতে পারেন সে ব্যবস্থা করতে হবে।
তিনি ক্ষোভ প্রকাশকরে বলেন, বিভিন্ন সময় দেখা যায় এমন রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে বিভিন্ন অহেতুক আচরণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের বিভিন্ন সময় বিভিন্ন অনিয়মকে নিয়ম শেখানো হয়। দেশের মাটি ত্যাগ এবং আগমন ২টি করতেই নানান হয়রানির স্বীকার হতে হয়। হুটহাট ভাড়া বৃদ্ধি করে দেওয়া হয়, ঠুনকো অভিযোগে তাদের পাসপোর্ট জব্দ করে রাখা, লাগেজ চুরি, তাদের রেখেই বিমান ছেড়ে দেওয়াসহ নানাভাবে হয়রানি নিয়মিত ঘটনা।
স্বাধীনতার ৫৫ বছরে এসেও দেশে এমন টাকা পাঠানোর মেশিনদের ন্যূনতম কোনো মর্যাদা দেওয়া হয় না। এমনকি বিদেশে কোনো প্রবাসী মারা গেলে সরকারিভাবে তার মৃতদেহটা পর্যন্ত দেশের মাটিতে আনার ব্যবস্থা করা হয় না। এ ছাড়া তো নানান অবহেলা রয়েছেই। এ ছাড়া প্রতিনিয়ত প্রবাসীদের লাগেজসহ গুরুত্বপূর্ণ ব্যাগ চুরি হয় বাংলাদেশ বিমানবন্দর থেকে। একজন প্রবাসীর প্রবাসজীবনের কষ্টের মালামাল যদি দেশে এসে এমন নিরাপত্তা বেষ্টনী থেকে চুরি হয়ে যায় সেটার কষ্ট ভুক্তভোগীই বোঝে। সারাজীবনের কষ্টে উপার্জিত মহামূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা দেশের মাটিতে পা দিতেই শেষ হয়ে যায় যেটা ভাবতেও গায়ে শিহরন জেগে ওঠে।
এভাবে প্রতিনিয়ত চুরি হচ্ছে। এ যেন একটা কৃত্রিম মহামারি। এমন নিরাপত্তাসম্পন্ন স্থানে প্রতিনিয়তই হচ্ছে চুরি, ছিনতাই। ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত প্রবাসীর সারাজীবনের স্বপ্ন। অথচ প্রসাশন নির্বিকার, চুপচাপ। মাঝেমধ্যে তাদের সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে চলে অপরাধী ধরা। এখানেই যেন সব দায়িত্বের অবসান। এই অপরাধী ধরার যে একটা সৎ ইচ্ছে, সেটাও খুব নগণ্য। মাঝেমধ্যে খুব উৎসাহ-উদ্দীপনা নিয়ে অপরাধী ধরতে উঠে পড়ে লাগে, সেটাও অনেকটা মিডিয়ার দায়িত্বশীলদের তদারকিতে।
জননেতা এম গফুর উদ্দিন চৌধুরী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালে ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে । এবার প্রথমবারের মতো দেশের জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কোটি প্রবাসী বিশেষ করে যারা রেমিট্যান্সযোদ্ধা হিসেবে কাজ করে দেশের অর্থনীতিকে টেনে নিয়ে যাচ্ছেন।
আমি জাতীয় সংসদ নির্বাচন সহ সকল স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।
পবিত্র ওমরাহ পালন শেষে তিনি আজ ২০ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ বিমানযোগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে ও দুপুরে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে ও বিকালে উখিয়ার পালংখালী নিজ মাতৃভূমিতে পৌছবেন। তাঁকে ঢাকা, কক্সবাজার ও নিজ এলাকায় ব্যাপক সম্বর্ধনা প্রদান এর প্রস্তুতি নিয়েছেন আমজনতা।