
কলমে: শিরিনা আক্তার
লুকিয়ে কথা, ঝাঁকিয়ে মাথা,
শুনছে এসে, দাঁড়িয়ে পাছে—
বুকের মাঝে ধুকধুকানি।
এটাও দিও, সেটাও নিও,
বলছে হেসে দৌড়ে এসে—
কেশদোলানী, কলকলানি।
বিশ্বছবি আঁকছে সবই,
কাব্যে কথায়, ছন্দে মাতায়—
চুড়ির তালে ঝনঝনানি।
পাখনা মেলে উড়ে বেড়ায়
খলখলানি।
সত্য কথায় মন না গলায়,
অচিন পুরের মন-মালিনী—
সইতে নারে জ্বল-জ্বলানি।
ভাবনাগুলো ছড়িয়ে দিল
দূরের হাওয়ায় এলোমেলো
দুলদুলানি।
চুপিয়ে কথা, গোপন ব্যথা,
জীর্ণ পাতায়, শীর্ণ গাঁথায়—
সকল কিছু সাঙ্গ করা।
ভরা নদীর ছলছলানি,
মন-দোলানি।