
কলমে: নাইমুর রহমান সোহাগ
কিসের এত দম্ভ বলো, কিসের এত বড়াই,
মাটির দেহে বসে মানুষ আকাশ ছোঁয়ার চাই।
দুনিয়ার মোহে ডুবে গিয়ে নিজেকে দেব ভাবি,
ক্ষমতার মদে ভুলে যাই—আমি যে কতটা দাবী।
ছোট-বড় ভেদে সম্মান আজ মাপে স্বার্থের পাল্লায়,
ভুলে যাই রব দেখেন শুধু তাকওয়ারই ছায়ায়।
জীবন নামের অধ্যায়ে সময় ক্ষণিকের অতিথি,
শ্বাস ফুরোলে থেমে যাবে সকল মিথ্যা প্রতিষ্ঠি।
যেদিন প্রাণপাখি রূহ উড়বে খাঁচা ভেঙে,
কই যাবে সে অহংকার, কই যাবে সে রেঙে?
শক্তি, বড়ত্ব, দম্ভ তখন ধুলোর সাথে মিশে,
রবের দরবারে থাকবে শুধু আমল সামনে এসে।
তাই সময় থাকতে নিজেকে শোধরাও ভাই,
ভালোবাসো নিজেকে—রবের পথে তাই।
ভালোবাসো মানুষকে নিঃস্বার্থ নিয়তে,
শুধু আল্লাহর সন্তুষ্টি রাখো অন্তর জিতে।
মাথা নত হোক একমাত্র সেজদার মাটিতে,
ইবাদাতে প্রাণ জাগুক দিনের আর রাতিতে।
কারণ দুনিয়া নয় শেষ ঠিকানা মানুষের,
ফিরে যেতে হবে সবাই রব্বুল আলামিনের।