
এস.এম,সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম শরণখোলায় অনুষ্ঠিত এক গণসমাবেশে দাড়ি-পাল্লা মার্কায় ভোট চেয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে শরণখোলা উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় আয়োজিত এই গণসমাবেশে জামায়াতের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন,
“জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে দাড়ি-পাল্লা মার্কার পক্ষে রায় দিন। ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”
তিনি বলেন, বাগেরহাট-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও মৌলিক সেবা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নদীভাঙন ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে তিনি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান।
সমাবেশে উপস্থিত জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। বক্তারা দলীয় প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গণসমাবেশ চলাকালে দাড়ি-পাল্লা মার্কার সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণসমাবেশ বাগেরহাট-৪ আসনের নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীর তৎপরতা আরও জোরদার করেছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে।