
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, হাফিজ মুহিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ ফুজায়েল আহমদ, আবু নেহের প্রমূখ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হোসাইন আহমদ, আজিজুর রহমান বকুল, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক হুমায়ূন কবির, তৈয়বুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গণভোটের পক্ষে সবাইকে উৎসাহিত করলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এছাড়া তিনি গণভোটের পক্ষে যার যার অবস্থান থেকে কাজ করার আহবানও জানান।