
এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা শুক্রবার (২৩ জানুয়ারি) উদযাপিত হয়েছে।
প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। দেবীর কৃপালাভের আশায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও অনেকের বাড়িতে সাড়ম্বরে সরস্বতী পূজার আয়োজন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, সরস্বতী বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাঁকে বীণাপাণিও বলা হয়। শুভ্র রাজহংস দেবীর বাহন।
পুরোহিত নয়ন কৃষ্ণ চক্রবর্তী বলেন গতকাল বৃহস্পতিবার রাত দুইটা সাত মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ রাত ১২টা ৫৭ মিনিটে এ তিথি শেষ হবে।
উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হয়
ভাবিচা গ্রামে। এবছর এ গ্রামে নয়টি পূজা অনুষ্ঠিত হয়েছে। ‘ভাবিচা সবুজ সংঘ’ ক্লাবের কার্য নির্বাহী কমিটির সভাপতি টিটু সরকার জানান, আমাদের গ্রামে প্রতিবছর উপজেলার মধ্যে বেশি পূজা অনুষ্ঠিত হয়। এবারও ব্যক্তিগত ও সর্বজনীনসহ নয়টি পূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। দর্শণার্থী ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়েছে।
গ্রামের বাসিন্দা ও সহকারী শিক্ষক শ্যামল সরকার জানান, দেবীপদে অঞ্জলি দেওয়ার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে দেবীর সামনে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে ‘হাতেখড়ি’ দিয়ে।
শিক্ষার্থী স্বপ্নীল দাস জানান, এই উৎসবে পঞ্চমী তিথিতে অজ্ঞতার অন্ধকার দূর করতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে প্রণতি জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি।