
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নিলফামারী
আজ ২৫ জানুয়ারি রবিবার বিশ্বব্যাপী পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এবছর বিশ্ব কুষ্ঠ দিবসের প্রতিপাদ্য ছিল
কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কারই প্রকৃত বাধা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)-এর দিকনির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিমলার বাস্তবায়নে এবং জাতীয় কুষ্ঠ প্রোগ্রাম (এমবিডিসি)-এর সহযোগিতায় এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কুষ্ঠ রোগ নিয়ে এখনও সমাজে নানা ভুল ধারণা ও অযৌক্তিক ভয় বিদ্যমান। এর ফলে অনেক রোগী সময়মতো চিকিৎসা নিতে দেরি করেন। অথচ আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কুষ্ঠ রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং দ্রুত চিকিৎসা নিলে জটিলতা বা স্থায়ী প্রতিবন্ধকতার ঝুঁকি থাকে না।
তিনি আরও বলেন, কুষ্ঠ রোগ নির্মূলে শুধু চিকিৎসাই যথেষ্ট নয়; সামাজিক কুসংস্কার ও বৈষম্য দূর করাও সমান গুরুত্বপূর্ণ। আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হায়দার আলী, এইচআই ইনচার্জ, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; মোঃ গোলাম রাব্বানী, টিএলসিএ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিমলা; মোঃ মশিউর রহমান, আরএস, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ডিমলা, নীলফামারীসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা কুষ্ঠ রোগের লক্ষণ, সংক্রমণ পদ্ধতি, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সাধারণ মানুষকে ভ্রান্ত ধারণা পরিহার করে দ্রুত চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ডিমলা উপজেলায় কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজে আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে।