শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

নগরকান্দায় পাচারের সময় ৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় পাচারের সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ চাল উদ্ধার করেন

স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার তালমা বাজার থেকে ৩০ বস্তা চাল পাচারের উদ্দেশ্য মহিলা রোড বাজারে যাওয়ার পথে কোনাগ্রাম নামক স্হানে সরকারি চাউল দেখে স্থানীয় লোকজন আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় চালের বস্তা উদ্ধার করেন। সে সময় চাল পাচারকারী কাবুল পালিয়ে যায়। 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ  বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য ডিলারকে বরাদ্দ দেওয়া হয়েছিল। পাচারের সময় ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়। এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া খাদ্য কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন,  তালমা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রাফেজা বেগমের চাল বলে জানতে পেরেছি। নগরকান্দা থানায় জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102