শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের মৃত্যুতে চাটগাঁ সংস্কৃতি চর্চাকেন্দ্রের গভীর শোক প্রকাশ

Coder Boss
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

স্টাফ রিপোর্টার:

সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন চাটগাঁ সংস্কৃতি চর্চাকেন্দ্রের আহবায়ক ডক্টর মোহাম্মদ জকরিয়া ও সদস্য সচিব মুহাম্মদ আতা উল্লাহ খান। নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে রাজধানীর ‘বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে’ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বিশেষভাবে উল্লেখ্য যে,
বিচারপতি ফজলুল করিম ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি দেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১০ সালের ফেব্রুয়ারিতে অবসরে যান।
১৯৪৩ সালে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ার সুচক্রদন্ডি গ্রামে ফজলুল করিম জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে পটিয়ার কাজেম আলী হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাস করেন। ১৯৬২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৬৯ সালে লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল ডিগ্রিপ্রাপ্ত হন।
চট্টগ্রামের গর্ব ও দেশরত্ন সাবেক প্রধান বিচারপতি মরহুম ফজলুল করিম এর স্মরণ ও শোকসভা চাটগাঁ সংস্কৃতি চর্চাকেন্দ্রের উদ্দ্যোগে আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102