শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ট্রাভেল এজেন্সির প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি, আটাব, বায়রা ও হাবের মানসিক চাপদাতা: জীবন্ত লাশ বানানোর ভয়ঙ্কর হত্যাকারী সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে জনগণের আমানতের খেয়ানত হবেনা- এডভোকেট ইয়াসীন খান সিডর আঘাতের ১৮ বছর, ভেড়িবাঁধের অভাবে আজও দুর্ভোগে, ১৮ কিলোমিটার রাস্তা ও বেড়িবাঁধের দাবি সুন্দরবন উপকূলে পাউবোর জমিতে অন্তত দুই হাজার স্থাপনা: দখলদারদের দৌরাত্ম্য, উচ্ছেদে নেই দৃশ্যমান অগ্রগতি শীতের শুরুতেই বাগেরহাটে অতিথি পাখির আগমন শুরু মোরেলগঞ্জে ২৫৭ শিক্ষার্থীর অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন বেসরকারি বৃত্তি পরীক্ষা মোরেলগঞ্জে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডিডিএস কিটস উদ্বোধন লোহাগাড়া উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন

নিয়ামতপুরে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি ডাঃ ছালেক, সম্পাদক মোস্তাফিজুর

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে বিএনপির সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরীকে সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের হেলিপোর্ট ময়দানে উপজেলা বিএনপির আয়োজনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে জেলা বিএনপির সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইসাহাক আলী সরকার। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এ্যাডঃ সৈয়দ শাহিন সৈকত। 

কাউন্সিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন, শামসুজ্জোহা খান, আমিরুল ইসলাম খান আলিম, পোরশা বিএনপির সভাপতি শাহ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, এ দেশ থেকে সৈরাচারী শেখ হাসিনার দোসররা এখনো রয়ে গেছে। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নমনীয় হয়ে দেশ পরিচালনা করছেন। এতে দ্রব্যমূল্যের দাম অসহনীয় হয়ে পড়েছে। তাঁরা আওয়ামীপন্হী উপদেষ্টা নিয়োগ করে ভারতের তাঁবেদারি শুরু করেছে। যা বাংলার মাটিতে আর কোন দিন সম্ভব হবে না। 
তিনি আরও বলেন, ছাত্র-জনতা মিলে এদেশে খুনি হাসিনার সরকারের পতন ঘটানো হয়েছে। আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সরকার গঠন করবে। তাই সকলকে ভেদাভেদ ভূলে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। 

আলোচনা সভা শেষে নতুন কমিটির সভাপতি হিসিবে ডাঃ ছালেক চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি ইসাহাক আলী সরকার, সহসম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর কবির বাচ্চুর নাম ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102