বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মনোমিতা আজ বিজয় দিবস আমার জীবনে এক গভীর আনন্দের দিন হয়ে রইল ‎জবির বাঁধনের সভাপতি ওজিল, সাধারণ সম্পাদক লিশা বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে এ্যাবের শ্রদ্ধা নিবেদন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত “সিআইপি” অর্জন করায় ঢাকা ব্যবসায়ী সংগঠন থেকে শুভেচ্ছা স্মারক পেলেন বিএনপির নেতা শফিকুল ইসলাম রাহী জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন মোরেলগঞ্জে শ্রদ্ধা, স্মৃতি আর আগামীর প্রত্যয়ে ১৬ ডিসেম্বর পালিত নিয়ামতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

কটিয়াদীতে এস আর অফিসের নকল নবিশদের চাকুরী জাতীয়করণের জন্য কলম বিরতী ও অবস্থান ধর্মঘট

Coder Boss
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২৫ Time View

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে সারা দেশের মত গতকাল সাব রেজিস্ট্রি অফিসের ২৮ জন্য নকল নবীশ তাদের চাকরি জাতীয় করণের জন্য এক দফা এক দাবি বাস্তবায়নের লক্ষ্যে কলম বিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে। যে কারণে অত্র অফিসে রেজিস্ট্রি কৃত তাদের দলিলের নকল নিতে আসা লোকজন পড়েছে যথেষ্ট ভোগান্তিতে। রেজিস্ট্রি কৃত দলিলের নকল নিতে আসা নোয়াকান্দি গ্রামের ফজলুর রহমান বলেন, ২/৩ বছর আগে জায়গা রেজিস্ট্রি করেছিলাম। আর্থিক অনটনের কারণে বর্তমানে এই জমিটি ও বিক্রি করতে চেয়েছিলাম। যার জন্য সাব রেজিস্ট্রি অফিসে উক্ত জমির নকল নিতে বেশ কয়েকদিন আগে দরখাস্ত ও দিয়েছিলাম। কিন্তু এসে দেখি নকল নবীশরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন শুরু করেছে। তাদের এই আন্দোলনের ফলে আমরা জমি বিক্রয়কারিরা বিক্রয়কৃত জমির নকল নিতে না পারায় আমরা জমি বিক্রি করতে পারছি না। আমার মত শত শত মানুষ সাব- রেজিস্ট্রি অফিসে তাদের দলিলের নকল নিতে না পেরে ফিরে যাচ্ছে।
দাবি বাস্তবায়ন সমন্বয়ক কমিটি ও বাংলাদেশ এক্সট্রা মোহরার(নকল নবিশ)এসোসিয়েশনের কটিয়াদী উপজেলা শাখার সভাপতি বলেন, “ব্রিটিশ আমল থেকেই সাব রেজিস্ট্রি অফিস গুলোতে নকল নবীশরা কাজ করে যাচ্ছেন। কিন্তু প্রতিটি সরকারই আমাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে ও বছরের পর বছর কালক্ষেপণ করছেন।কিন্তু কোন সরকারই আমাদের কথা রাখেননি, তাই আমাদের যুক্তিসঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে, সমস্ত বাংলাদেশে কর্মরত নকল নবীশরা এক দফা এক দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে। এবার আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কলম বিরোধী পালন করেই যাব।”
উক্ত মানববন্ধন ও কলম বিরতি পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ)অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক নাজমা আক্তার টুটুল, মোঃ কবির উদ্দিন, নজরুল ইসলাম, শরিফা আক্তার, নাজমা আক্তার, মনিরা পারভিন মুন্নি, নাহিদা আক্তার সহ সমিতির সদস্যবৃন্দ।
কটিয়াদী উপজেলা সাব রেজিস্টার এসএম রুবেল পারভেজ বলেন, সারা দেশের ন্যায় কটিয়াদীতে ও নকল নবীশ গন এই ধরনের দাবিতে কলম বিরতি পালন করছে, এতে সেবা গ্রহীতারা তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে দলিলের নকল না পাওয়ায়, অনেকে জমি খারিজ করতে পারছে না। যে কারণে উক্ত বিষয়টিকে বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষের দ্রুত এই সমস্যার সমাধান করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102