শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

প্রজাপতি মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যাচার স্টাডি এন্ড কনজারভেশন ক্লাবের সাফল্য

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

প্রজাপতির রঙিন ডানায় ভর করে প্রকৃতিতে আগমন ঘটছে শীতের। সেই আবহে পরিবেশে প্রজাপতি সংরক্ষণের গুরুত্ব কে তুলে ধরতে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্য কে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ১৪ তম প্রজাপতি মেলা।

গত ৬ ই ডিসেম্বর (শুক্রবার)
সারাদিনব্যাপী নানা বয়সের মানুষের পদচারণায় এবং শিশু-কিশোর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
প্রতিবারের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ন্যাচার স্টাডি এন্ড কনজারভেশন ক্লাবের সদস্যদের অংশগ্রহন ছিলো স্বতঃস্ফূর্ত। এদিন শিক্ষার্থীদের সাথে মেলায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ এবং অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকি।
প্রজাপতি বিষয়ক গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য এবছর অত্র বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী ও ক্লাবের সভাপতি মো: সাব্বির আহাম্মেদ কে বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও প্রজাপতি চেনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মোঃ হামিদুর রহমান নাঈম (১৪ তম ব্যাচ ও ক্লাবের সহ সভাপতি) ও জয় বিশ্বাস (১৫ তম ব্যাচ) এবং বারোয়ারি বিতর্কে রানার্সআপ হয়েছে ফারিহা আনিকা প্রমি (১৯তম ব্যাচ)।
প্রজাপতি আমাদের জীববৈচিত্রের গুরুত্বপূর্ণ সদস্য, প্রজাপতি সংরক্ষণে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102