শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

আম জনতাকে মানব সম্পদে পরিণত করতে হবে- শিহাব রিফাত আলম

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

স্টাফ রিপোর্টার:

১৮ কোটি মানুষকে মানবসম্পদে পরিণত করতে পারলেই আমরা একটি স্বাবলম্বী ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত হতে পারব। গণচীন শুধুমাত্র তাদের জনশক্তিকে মানবসম্পদে পরিণত করে বিশ্বের সেরা অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম এ কথা বলেন। তিনি আরো বলেন লাখো শহীদের রাক্তের বিনিময়ে অর্জিত বিজয় উৎসব আমাদের শ্রেষ্ঠ অর্জন, এ বিজয় উৎসবকে অন্য কোন উৎসবে রূপান্তর কিংবা পাশ৷ কাটানোর অপচেষ্টা মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার নামান্তর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাণী ও চেতনাকে বুকে ধারণ করে আমরা বাংলার জয় চাই, বাঙালির জয় চাই ।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উদীয়মান বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান ১৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৬.০০ ঘটিকায় পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট গীতিকার ও সব্যসাচি লেখক কবি ফারুক প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্রোহী The Nazrul Centre এর চেয়ারম্যান বরেণ্য গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান, বিদ্রোহী The Nazrul Centre এর নির্বাহী পরিচালক বরেণ্য নজরুল গবেষক, শিক্ষাবিদ ও রাস্ট্র চিন্তক প্রফেসর ডক্টর শহীদ মনজু, বিশিষ্ট আইনজ্ঞ ডক্টর শাফিউর রহমান, নাগরিক ভাবনার আহবায়ক মোঃ হাবিবুর রহমান, এ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান, কবি ও সংগঠক রোকন উদ্দিন পাঠান প্রমূখ। উদীয়মান বাংলাদেশ এর সভাপতি জাহিদুল ইসলাম সুমন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102