শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

কবিতাঃ রক্তে লেখা জুলাই

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪ Time View

কলমেঃ নুপুর রায়

জুলাই জ্বলে –
গর্জে ওঠে রাজপথ,
রক্তে লেখা প্রতিরোধ!

একদফা এক স্লোগান –
বৈষম্য নয়!
কলমে আগুন জ্বালাও!

টিয়ার গ্যাস?
না, ভয় পাই না।
গুলির জবাব –
শ্লোগানে বাজে বজ্রধ্বনি!

ছেলে-মেয়েরা
ইটের বাঁধনে গড়ে দেয় স্বপ্ন,
নেতা বলে –
এবারের সংগ্রাম,
পুরো সমাজ বদলের!

বুক চিরে হাঁকে
একটি কণ্ঠ –
“তবু আমি বলবো!”
আর ব্যারিকেড ভাঙে।

রক্তে-ভেজা রাস্তা
গদ্যের ভাষা বোঝে না –
শুধু কবিতা চেনে,
শুধু প্রতিজ্ঞা শোনে।

জুলাই তুমি মাস নও,
তুমি এক বিদ্রোহ —
তুমি ছাত্রের ধ্বনি,
তুমি নাগরিকের দাবী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102