রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ উষশী কবিতাঃ মানুষ নামে কলঙ্ক সাংবাদিক আবু মিয়ার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিরনী বিতরণ ও দোয়া মাহফিল নিয়ামতপুরে নাতির ভাসমান মরদেহ দেখে মারা গেলেন দাদাও নিয়ামতপুর দলিল লেখক সমিতি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৌহার্দ্য বিশ্বাস এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী শুভদ্বীত মন্ডল ও সুব্রত কুমার মন্ডল ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কবিতাঃ ভুলে গেলে সব? জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষনা আরিফুল হক চৌধুরীর পবিত্র কোরআন ও হাদীসের আলোকে রিজিকের পরিচয় ডুমুরিয়ার খর্ণিয়ায় খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলি আসগার লবির স্লূইচ গেট পরিদর্শন

মানুষ কবে মানুষ হবে?

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩১ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মসজিদের দোতলা থেকে উদ্ধার হয়েছে নয় বছরের কিশোরী কন্যা ময়নার লাশ! ময়নার বর্ননা করবো আগে নাকি মসজিদের? আমি কিংকর্তব্যবিমূঢ়! ফুটফুটে সুন্দর ইনোসেন্ট চেহারার ময়না হয়তো তৃতীয় বা চতুর্থ শ্রেনীর ছাত্রী হবে, তাকে ধর্ষণ শেষে তার ই পাজামা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে! তেমনি উলঙ্গ পড়ে আছে লাশ! তার মা বলেছেন, গালায় উর্ধাঙ্গে দাগ আছে, নিন্ম অঙ্গ রক্তাক্ত! পোস্টমর্টেম রিপোর্ট এখনও হাতে আসে নাই!
মসজিদ নিয়ে দু’টো কথা না বললে নয়? এত সুন্দর মসজিদ তিনতলা, এত ফ্যাশনাবল বলা ই যায় না কত টাকা খরচ হয়েছে, সম্ভবত গত স্বৈরাচারী সরকার রাস্ট্রীয় টাকার মসজিদ, এজন্য শেখ হাসিনার বিরুদ্ধে আর একটা মামলা হতে পারে! ১৫২ টা মামলা এ সরকার করেছেন, আর একটা হলে ১৫৩ টা হবে।

ধর্ষণ যদি এমন ফাইভ স্টার হোটেল সদৃশ্য মসজিদে হয়, ধর্ষক বোধ হয় দ্বিগুণ স্বাদে তৃপ্ত হয়! মসজিদ থেকে আর নিরাপদ জায়গা কই! তারপর আবার এসির ঠাণ্ডা বাতাস!
আগামী এদেশ শাসনে যদি তালেবান সম সরকার আনা যায় তালে অনেক ময়না হয়তো মসজিদে এমন যাওয়ার সৌভাগ্য বান হবে! নারী আর কুকুর তো এদেশে মসজিদে প্রবেশ নিষেধ, কোন মসজিদে এমন লেখা দেখেছিলাম একদিন!
দেশের আইন শৃঙ্খলা কবে ভালো হবে তা ও সেই উপর ওয়ালা জানেন!
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, “আমরা সৌদি আরব খোঁজ-খবর নিয়েছি, মসজিদ করতে সৌদি সরকার কোন টাকা দেয় নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে ৫৫৬ টা মডেল মসজিদ করার কি দরকার? সুন্দর ইসলামি কথা বলেছেন সন্মানিত প্রেস সচিব! এমন না হলে মসজিদের দোতালায় ” ময়না” ধর্ষণের শিকার হতোই না, হাসিনার বিরুদ্ধে মামলা কেন হবে না? প্রেস সেক্রেটারি নিশ্চয়ই খোঁজ নিবেন, পদ্মা সেতুতে “বিশ্ব ব্যাঙ্ক কোন অর্থায়ন করে নাই, অতএব এটা ও বাংলাদেশ কোষাগারের টাকা, মিস ইউজ, আরও একটা মামলা পদ্মা সেতু নিয়ে হতে পারে। আমেরিকা থেকে ভাসমান বুলডোজার এনে ৩২ নাম্বার ধানমন্ডি বাড়ীর মত ভেঙে দিতে পারে, যতদিন এ সেতু থাকবে ততদিন এই স্বৈরচার কে দক্ষিণ বাংলার ২৩ জেলার লোক মনে করবে, অতএব মন থেকে মোছার এই একটা ই পথ! মালেশিয়ার “মাহাথির মোহাম্মাদ’ যে ভাবে হাসিনা কে ” ডায়নামিক” বলেছেন, তাতে সারা বিশ্বের মানুষের মন থেকে মোছা কষ্ট, তবু ও চেষ্টা করতে দোষ কি?

যতবারই বাংলাদেশে ‘৭১ বিরোধী চক্র ক্ষমতায় এসেছে ততবার মুজিব রবীন্দ্রনাথ কে মোছার চেষ্টায় ত্রুটি করেন নাই কিন্তু পারছে বলে তো মনে হয় না! সেই প্যারিস মিউজিয়ামে তার ছবি, বৃটিশ মিউজিয়ামে তার ছবি, ইউনেস্কো মিউজিয়ামে ছবি সহ সেরা ভাষন যা ৭ ই মার্চে দিয়েছিলেন! গতকাল আবার তুরস্কে মুজিবের নামে রোড উদ্বোধন হলো!

ভালো থাকেন নিজ সন্তান কে নজরে রাখেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102